একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিট মূল্য ২০২৩
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভাল আছেন। আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি ট্রেনের সময়সূচী ও টিকিট মূল্য তালিকা নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও এর ভাড়া নিয়ে বিস্তারিত।
বাংলাদেশের রেল পথে চলাচলকারী একটি বহুল পরিচিত ও বিখ্যাত ট্রেন হচ্ছে একতা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটির সাধারণ সময়সূচী, যাত্রা পথ, গন্তব্য ও ভাড়ার তালিকা নিয়ে আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তাই একতা এক্সপ্রেসের সম্পর্কে বিস্তারিত জানতে নিজের সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে করুন।
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আমাদের বাংলাদেশের রেল পথে চলাচল করা একটি আন্তঃনগর ট্রেন হচ্ছে একতা এক্সপ্রেস। একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু দিনাজপুর এবং দিনাজপুর টু ঢাকা নিয়মিত চলাচল করে থাকে। এই ট্রেনটি নিয়মিতই এই রাস্তায় চলাচল করে থাকে। নিচে ট্রেনটির ঢাকা থেকে দিনাজপুর ও দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার সময়সূচী নিয়ে বিস্তারিত লেখা হলো:
যাত্রাপথ | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
ঢাকা টু দিনাজপুর | সকাল ১০ : ১০ AM | রাত ০৭ : ০০ PM |
দিনাজপুর টু ঢাকা | রাত ১১ : ০০ PM | সকাল ০৮: ১০ AM |
একতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বা বিরতি স্টেশন গুলি ও সময়সূচী
যদিও একতাই এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু দিনাজপুর এবং দিনাজপুর টু ঢাকা আন্তঃনগর ভাবে চলে থাকে কিন্তু এটি মাঝপথে বিভিন্ন স্টেশনে ব্রেক দিয়ে থাকে। ঢাকা টু দিনাজপুর ট্রেন হলেও এটি ঢাকা হতে সোজা দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও এর মধ্য দিয়ে গিয়ে পঞ্চগড় জেলায় শেষ ব্রেক দেয়। এরপর আবার সেখান থেকে দিনাজপুর হয়ে বিভিন্ন জেলার ভিতর দিয়ে ঢাকায় পৌঁছে।
কিন্তু এই চলাচলের পথে এটি বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে থাকে। আমরা নিচে সেই সকল বিরতি দেওয়ার স্টেশন গুলির নাম এবং বিরোধী দেয়ার সময়সূচি সম্পর্কে বিস্তারিত দেখাবো। চলুন তাহলে নিচে একতা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন গুলি ও সময়সূচী সম্পর্কে জেনে নেওয়া যায়:
বিরতি স্টেশনের নাম | ঢাকা টু দিনাজপুর (৭০৫) | দিনাজপুর টু ঢাকা (৭০৬) |
ঢাকা | ১০ : ১০ AM | ০৮ : ১০ AM |
বিমান বন্দর | ১০ : ৩৭ AM | _ |
জয়দেবপুর | ১১ : ০৫ AM | ০৬ : ৫০ AM |
টাঙ্গাইল | ১২ : ০৫ PM | ০৫ : ৪৬ AM |
বি-বি-পূর্ব | ১২ : ২৭ PM | ০৫ : ২৪ AM |
শহীদ এম মনসুর আলী | ০১ : ০ ৪ PM | _ |
উল্লাপাড়া | ০১ : ২৩ PM | ০৪ : ৩৪ AM |
ঈশ্বরদী বাইপাস | ০২ : ২০ PM | _ |
নাটোর | ০৩ : ১০ PM | ০৩ : ১২ AM |
সান্তাহার | ০৪ : ০০ PM | ০২ : ১০ AM |
আক্কেলপুর | ০৪ : ২৫ PM | ০১ : ৩৫ AM |
জয়পুরহাট | ০৪ : ৫৩ PM | ০১ : ১৮ AM |
পাচবিবি | ০৫ : ০৬ PM | ০১ : ০৬ AM |
বিরামপুর | ০৫ : ৩৬ PM | ১২ : ৪২ AM |
ফুলবাড়ি | ০৫ : ৫০ PM | ১২ : ২৮ AM |
পার্বতীপুর | ০৬ : ১৫ PM | ১১ : ৫০ PM |
চিরিরবন্দর | ০৬ : ৪০ PM | ১১ : ২৯ PM |
দিনাজপুর | ০৭ : ০০ PM | ১১ : ০৪ PM |
সেতাবগঞ্জ | ০৭ : ৩৫ PM | ১০ : ৩২ PM |
পীরগঞ্জ | ০৭ : ৫১ PM | ১০ : ১৬ PM |
ঠাকুরগাঁও | ০৮ : ১৫ PM | ০৯ : ৫১ PM |
রুহিয়া | ০৮ : ৩৩ PM | ০৯ : ৩৪ PM |
কিসমত | ০৮ : ৪২ PM | ০৯ : ২৭ PM |
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড় | ০৯ : ০০ PM | ০৯ : ১০ PM |
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আপনারা যদি একতা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঢাকা টু দিনাজপুর অথবা দিনাজপুর টু ঢাকা চলাচল করতে চান তবে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। আপনারা চাইলে খুব সহজে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টিকেট কাটতে পারেন। অথবা রেল স্টেশনে গিয়ে টিকিট কাউন্টার থেকে এর টিকিট সংগ্রহ করতে পারেন।
তবে অবশ্যই টিকিট কাটার জন্য এর মূল্য তালিকা জানা প্রয়োজন। একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া কেমন হতে পারে তা সম্পর্কে অনেকেই জানতে চান। নিচে একতাই এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলো:
একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য তালিকা
ঢাকা টু দিনাজপুরের রাস্তায় একতা এক্সপ্রেস ট্রেনে সাধারণত তিন ধরনের আসন ব্যবস্থা রয়েছে। এই তিন ধরনের আসন ব্যবস্থার আসন বেঁধে এর ভাড়াও তিন ধরনের হয়ে থাকে। ট্রেনের বিভিন্ন বগীতে বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা বা সিট রয়েছে। আপনাকে অবশ্যই সিট হিসেবে ভাড়া দিতে হবে।
নিচে ট্রেনটির বিভিন্ন আসনের বা চেয়ারের ভাড়ার বাটি গেটের মূল্য তালিকা দেওয়া হল:
- শোভন চেয়ার – ৪৬৫/- (টাকা)
- স্নিগ্ধা – ৮৯২/-(টাকা)
- স্নিগ্ধা (এসি) – ১০৭০/- (টাকা)
একতা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি
ঢাকা থেকে দিনাজপুরের রেল পথে চলাচল করা একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সপ্তাহের প্রতিদিনই নিয়মিত চলাচল করে থাকে। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি নেই। তাই আপনারা চাইলে সপ্তাহের প্রতিদিনই এই ট্রেনটির মাধ্যমে ঢাকা টু দিনাজপুর অথবা দিনাজপুর টু ঢাকা চলাচল করতে পারেন।
আরো দেখুন-