মাগরিব নামাজ কয় রাকাত, নিয়ত ও সময়
ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। আর সেই সকল মূল বৃত্তের মধ্যে দ্বিতীয় স্থানে হচ্ছে নামাজ বা সালাত। প্রত্যেকটি মুসলমানের উপর তিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আর সেই নামাজের মধ্যে একটি হচ্ছে মাগরিব নামাজ। অনেক মুসলমানি নামাজ সম্পর্কে সঠিক জ্ঞান সম্পর্কে জানেনা। তাদের জন্যই আজকে আমরা মাগরিব নামাজ সম্পর্কে লিখছি।
দুঃখের কথা হল আমরা সকলে মুসলমান হওয়া সত্বেও পাঁচ ওয়াক্ত নামাজ সকলে আদায় করতে পারি না। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই অন্য সকল নামাজ আদায় না করলেও মাগরিবের নামাজ আদায় করার চেষ্টা করে। কিন্তু সেই নামাজ সম্পর্কে না জানার কারণে তারা নামাজ পড়তে চায় না। তাই তাদেরকে মাগরিব নামাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা এখন আলোচনা করব।
মাগরিবের নামাজ
ইসলাম ধর্মের নামাজ হচ্ছে একটি ফরজ ইবাদত। যা সকল মুসলমানের জন্য আল্লাহর উপহার করুক। কারণ সালাত বা নামাজ আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।মুসলমানদের মধ্যে বেশিরভাগ মানুষ অন্য সকল নামাজ আদায় না করলেও মাগরিব নামাজ আদায় করে থাকে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে চতুর্থ ওয়াক্ত নামাজ হচ্ছে মাগরিব নামাজ।
মাগরিবের নামাজ আদায়ের সময়
সকল নামাজের তুলনায় মাগরিব নামাজের ওয়াক্তের সময় সবচেয়ে কম। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিব নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আর মাগরি নামাজের ওয়াক্ত কম সময় হলেও এটি এশার নামাজ শুরুর আগ পর্যন্ত পড়া যায়। তবে সূর্য অস্ত যাওয়ার পর যত তাড়াতাড়ি মাগরিব নামাজ আদায় করা যায় ততই উত্তম।
মাগরিব নামাজ কয় রাকাত
মাগরিবের নামাজ হচ্ছে মোট ৭ রাকাত। কিন্তু এর মধ্যে ২ রাকাত হচ্ছে নফল নামাজ। যা বাদ দিলে মাগরিবের নামাজ হয় ৫ রাকাত।
>৩ রাকাত ফরজ নামাজ।
>২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ।
> আর ২ রাকাত নফল নামাজ।
কিন্তু এই মাগরিব নামাজের ২রাকাত নফল নামাজ আদায় না করলেও হয়। নফল নামাজ না আদায় করলে গুনাহ হয় না। কিন্তু আদায় করলে সওয়াব হয়। আর ৩ রাকাত ফরজ ও ২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করতেই হবে। মাগরিব নামাজ আদায় হবে না।
মাগরিবের নামাজের নিয়ত
নামাজ পড়ার পূর্বে সবচেয়ে বেশি জানা জরুরি হচ্ছে নামাজের নিয়ত কিভাবে করতে হয়। কেননা নিয়ত না জানলে বান নিয়ত না করলে নামাজ শুরু করা যায় না। মাগরিবের নামাজের নিয়ত হলো:
মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত:
আরবিতে মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত:
نويت أن أصلى الله تعالى ركعتي صلوة المغرب سنة رسول الله تعالى متوجها إلى جهة الكلية الشريفة الله أكبر
মাগরিবের নামাজের নিয়ত বাংলা
অনেকেই রয়েছে যারা আরবি শুদ্ধভাবে পড়তে পারে না। তাদের সেই অসুবিধা কে দূর করার জন্য আমরা সেই আরবি নিয়তের বাংলা উচ্চারণ ও এর অর্থ নিচে তুলে ধরলাম। আপনি সেগুলো দেখে শিখতে পারেন।
বাংলায় মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত:
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা‘আলা ছালাছা রাকআ‘তি সালাতিল মাগরিবি ফারদুল্লাহি তা‘আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার ।
বাংলা অর্থ: আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার জন্য মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ (এই ইমামের পিছনে) আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার।
[জামাআতে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করা হলে নিয়ত করার সময় ফারদুল্লাহি তাআলার পর বলতে হবে ইকতাদাইতু বিহাযাল ইমাম। তারপর বাকী অংশ বলবে।]
বাংলায় মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত:
উচ্চারণ: নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তা’আলা রাকয়াতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
বাংলা নিয়তঃ আমি আল্লাহর জন্য কেবলামুখী হইয়া মাগরিবের দুই রাকয়াত সুন্নাত নামাজের নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
আরো দেখুন: