নামাজের ফরজ কয়টি ও কি কি
নামাজ, শব্দটি শুনলেই সবার আগে বুঝতে পারা যায় এটি একটি ইসলামিক বিষয়। ইসলামের প্রধান মূল ভিত্তি হল পাঁচটি। আর সেই পাঁচটি মূল ভিত্তির মধ্যে দ্বিতীয়টি হচ্ছে নামাজ। এ থেকে বোঝা যায় যে মুসলমান ধর্মে নামাজের গুরুত্ব অপরিসীম। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে অনেকেই সেই নামাজ সম্পর্কে ভালো ধারণা রাখেনা। তাই সেগুলো সম্পর্কে আমরা এখন তুলে ধরব।
মুসলমানদের ধর্মগ্রন্থ অর্থাৎ ইসলাম ধর্মের গ্রন্থ আল কুরআন এর মোতাবেক নামাজ হচ্ছে আল্লাহ তায়ালার কাছে যাওয়ার সর্ব প্রধান পন্থা। কিন্তু সেই নামাজ হতে হবে সহীহ শুদ্ধ। কিন্তু বর্তমানে সেই নামাজকে সহি ও শুদ্ধভাবে বেশিরভাগ মানুষই পড়তে জানে না। তাদের সেই ব্যর্থতাকে আমরা সফল করতে আজকের লেখাটি নিয়ে এসেছি। তাই নামাজ সম্পর্কে ভালোভাবে জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।
নামাজের ফরজ কয়টি
প্রথমেই বলে নেই নামাজ হচ্ছে একটি ফরজ ইবাদত। যে ইবাদত আদায় না করলে মৃত্যুর পর আখিরাতে শাস্তি ভোগ করতে হবে। আবার এই ফরজ ইবাদতের জন্য কিছু ফরজ রয়েছে। যে ফরজগুলো সম্পর্কে বেশিরভাগ মুসলমানি ধারণা রাখেনা।
কিন্তু ইসলাম ধর্ম গ্রন্থ মোতাবেক নামাজের ফরজ গুলো আদায় না করতে পারলে নামাজ আদায় হবে না। এতে করে নামাজ পড়ার পরও কোন লাভ হবে না। নামাজের মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় তাই নামাজ আদায় না হলে আল্লাহ তা আলার নৈকট্য লাভও সম্ভব নয়। তাই চলুন এখন আসলে নামাজের ফরজ কয়টি ও কি কি সেই নিয়ে ব্যাখ্যা করি।
নামাজে এর ভেতরে ও বাহিরে মিলিয়ে মোট ১৩ টি ফরজ রয়েছে। নামাজের বাইরে ফরজ রয়েছে সাতটি এবং নামাজের ভেতরে রয়েছে ছয়টি ফরজ। এই সাতটি ও ছয়টি ফরজ মিলিয়ে নামাজে রয়েছে মোট 13 টি ফরজ।
নামাজের ফরজ কয়টি ও কি কি
এখন আমরা আপনাদের সামনে নামাজের মোট 13 টি ফরজ সম্পর্কে তুলে ধরব। নামাজের ফরজ গুলো মোট দুই ভাগে বিভক্ত। এর মধ্যে সাতটি ফরজ হলো নামাজের বাইরে। আর ছয়টি ফরজ হলো নামাজের ভেতরে।
নামাজের বাইরের সাতটি ফরজ
নামাজ পড়ার পূর্বে নামাজের জন্য প্রস্তুতিমূলক যেসব খরচ গুলো আদায় করতে হয় সেগুলো হচ্ছে নামাজের বাইরের ফরজ। অর্থাৎ নামাজ পড়ার পূর্বে যে সকল কাজগুলো করতে হয় সেগুলোই হচ্ছে নামাজের বাইরের ফরজ। আর এর সংখ্যা হচ্ছে সাতটি যেগুলো নিচে উপস্থাপন করা হলো:
1. শরীর পাক (অর্থাৎ নামাজ পড়ার পূর্বে নিজের শরীরকে সম্পূর্ণরূপে পবিত্র করে নেওয়া)
2. কাপড় পাক (এর মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র কাপড় পড়ে নামাজ আদায় করা)
3. নামাজের জায়গা পাক (যে জায়গায় নামাজ পড়বে সেই জায়গা নামাজ পড়ার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নেয়া)
4. সতর ঢাকা ( এর মানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে নামাজ পড়া। আর নারীদের ক্ষেত্রে মুখমণ্ডল, দুই হাতের কব্জি ও পায়ের পাতা ব্যতীত সম্পূর্ণ শরীর ঢেকে নামাজ আদায় করা)
5. কেবলামুখী হওয়া (অর্থাৎ কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করা)
6. ওয়াক্ত মত নামাজ পড়া (এর মানে হচ্ছে সকল নামাজি ঠিক সময় মত আদায় করা)
7. কাজের নিয়ত করা (মানে নামাজ পড়ার জন্য মনে মনে নিয়ত করা)
নামাজের ভেতরের ছয়টি ফরজ
নামাজ পড়ার সময়ে নামাজের মধ্যে যে সকল ফরজ গুলো আদায় করতে হয় সেগুলোই হচ্ছে নামাজের ভেতরের ফরজ। এ সকল ফরজ গুলো নামাজ পড়াকালীন সময়ে আদায় করা হয়। এর কোন একটি ছুটে গেলে নামাজ কখনোই সম্পূর্ণ হবে না। নামাজের ভেতরের সেই ছয়টি ফরজ হলো:
1. তাকবীর তাহরীমা বলা (মানে আল্লাহ হু আকবার বলে নামাজ শুরু করা)
2. দাঁড়িয়ে নামাজ আদায় করা(কিন্তু অসুস্থতা বা কোন কারণে দাঁড়ানো সম্ভব না হলে বসে বসে অথবা শুয়ে শুয়েও নামাজ আদায় করা যায়)
3. কিরাত পড়া (অর্থাৎ প্রথমে সূরা ফাতিহা পড়ে এরপর কোরআন শরীফের যেকোনো একটি সূরা অথবা সূরার কিছু সংখ্যক আয়াত পড়া)
4. রুকু করা(কিরাত পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাওয়া)
5. দুই সিজদা করা (রুকু করার পর দুইবার সিজদা করা)
6. শেষ বৈঠকে বসা(প্রতি দুই রাকাত পড়ার পর তাশাহুদ পড়তে শেষ বৈঠকে বসা এবং শেষ রাকাতেও শেষ বৈঠকে বসা)
পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি
সকল নামাজের জন্যই ফরজের পরিমাণ একই। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তের জন্য আলাদা করে ফরজ তৈরি করা হয়নি। পাঁচ ওয়াক্ত নামাজের সকল নামাজের জন্যই নামাজের ভেতরে বাহিরে মোট 13 টি ফরজ রয়েছে। যা আমরা আপনাদের সামনে উপরে তুলে ধরেছি।
বিশেষ দ্রষ্টব্য: এই ১৩ টি ফরজের মধ্যে কোন একটি বাদ পড়লে নামাজ আদায় হয় না। নামাজের ভেতরে এই ফরজ গুলো বাদ করলে সাহু সেজদার মাধ্যমেও নামাজ সহি হয় না। তাই এই ফরজগুলো যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
জানাজার নামাজের ফরজ কয়টি ও কি কি
মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার নামাজি হচ্ছে জানাজার নামাজ। জানাযার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। কিন্তু আপনার হয়তো অনেকেই জানেন না যে জানাজার নামাজেও কয়েকটি ফরজ ও সুন্নত রয়েছে। এখন আমরা আপনাদের সামনে সেই ফরজ গুলোই তুলে ধরবো।
জানাজার নামাজে ফরজ রয়েছে মোট 2টি। সেগুলো হল:
1. চার তাকবীর বলা(অর্থাৎ চার বার আল্লাহু আকবার বলা)। প্রত্যেকটি তাকবীর দ্বারা একটি রাকাতের মত বোঝায়। কিন্তু এই নামাজে কোন রুকু বা সেজদা নেই।
2. জানাজার নামাজ দাঁড়িয়ে আদায় করা। অসুস্থতা বা কোন কারন ছাড়া জানাযার নামাজ দাঁড়ানো ছাড়া অন্য কোনভাবে পড়ার অনুমতি নেই। আবার অন্য কোন বস্তুর উপর উঠেও এ নামাজ আদায় করা যায় না। নইলে একটি ফরজ আদায় হবে না।