Status & Quotes

ভোট চাওয়ার স্ট্যাটাস। ভোট নিয়ে উক্তি, স্ট্যাটাস, বাণী ও কবিতা

ভোট হলো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা জাতীয় নির্বাচনের সময় নাগরিকদের করতে হয়। এটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য মানদণ্ড ব্যবহার করে নেতা বা পক্ষে ভোট দেওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন করা হয়। ভোট একটি পরিপ্রেক্ষিত পদক্ষেপ, যা নির্বাচন করা নেতার বা পক্ষের সমর্থন করে বা প্রতিপক্ষ করে।

সকল কাজে ভোট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর মাধ্যমে নাগরিকরা তাদের রাজনৈতিক পক্ষের স্থানান্তর বা নতুন নেতা নির্বাচন করতে পারেন। ভোট না দেওয়া নাগরিকদের দায় হলো তাদের সমর্থন করা পক্ষের জয় পেতে। সুতরাং, ভোট দেওয়া একটি জীবনমুখী পদক্ষেপ এবং নাগরিকরা তাদের দেশের ভবিষ্যতের জন্য ভোট দেওয়া উচিত। আজকে আমরা আপনাদের সামনে ভোট চার স্ট্যাটাস নিয়ে আলোচনা করতে চলেছি।

ভোট চাওয়ার স্ট্যাটাস

অনেকেই নির্বাচনে ভোটে দাঁড়িয়ে থাকেন। সকলেই চাই যেন আমাদের নিজেদেরকেই মানুষ ভোট দেয়। সেজন্য বিভিন্ন ভাবে মানুষের কাছে ভোট চাওয়া যায়। কিন্তু ভোট চাওয়ার জন্য আমরা আপনাদের সামনে একটি ইউনিক পন্থা স্ট্যাটাস সম্পর্কে ধারণা দেব। সেগুলো হচ্ছে:

১.”আমাদের এই গণতন্ত্র শুধু একটি নির্বাচন নয়, এটি আমাদের জীবনের একটি অংশ। তা এখানে সকলের উচিত যোগ্য প্রার্থীকেই ভোট দেয়া।”

২.”আমি বলবো না ভোট পাওয়ার একমাত্র আমি যোগ্য, আমার যোগ্যতার পরীক্ষা আপনাদের কাছে তুলে ধরা রইল। যদি আপনারা মনে করেন আমি যোগ্য তবে ভোট দেবেন। নইলে ভোটের জন্য অন্য কাউকে বেছে নেবেন।”

৩.”মানুষের কাছে ভোট চাওয়া লজ্জার কিছু না, নিজে সৎ হলে ভোট মানুষ না চাইলেও দেবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যাকে ভোট দেবেন যোগ্য দেখে দেবেন।”

৪.”আপনাদের সকলেরই এক একটি ভোটের মূল্য পরিমাপ করা যাবে না। তাই বলবো যার মাধ্যমে দেশ ও দশের ভালো হয় তাকেই আপনার মূল্যবান ভোটটি দেবেন।”

ভোট নিয়ে স্ট্যাটাস

৫.”নির্বাচন কোন সাংগঠনিক বা সাম্প্রদায়িক আয়োজন নয়, এটি হচ্ছে একটি গণতান্ত্রিক আয়োজন।”
৬.” যে হচ্ছে আসলে রাজনীতিবিদ সে শুধু নির্বাচনের কথা ভাবে,.. আর যে সত্যিকারের যোগ্য ব্যক্তি সে নির্বাচনের কথা নয় সে নতুন প্রজন্মের উন্নয়নের কথা ভাবে।”

৭.” এই নির্বাচনে যে জিতুক আর যেই হারুক… আমি চাই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক।”
৮.” ভোট দিবো ভাই কিসে…. যোগ্য প্রার্থীর মার্কার ব্যালটে।”

৯.” নির্বাচনে শুধু ভোট চাওয়া ব্যক্তিকেই ভোট দিও না… ভোট দিয়েও তাকেই । যাকে যোগ্য বলে মনে হয় যা ফুটে ওঠে তার আচার ব্যবহারে।”

১০.” যে শুধু নির্বাচনের সময়েই পাশে এসে দাঁড়ায়… সে ঠিক তেমনি নির্বাচন শেষে পেছন থেকে পালায়। তাই উচিত যে সবসময় পাশে থাকে তাকে মূল্যবান ভোট দিয়ে জনগণ জানে যেতায়।”

ভোট নিয়ে উক্তি

১১.” রাজনীতি ও নির্বাচনকে সুষ্ঠু রাখতে হলে রাজনীতিবিদদের সবসময় সৎ হতে হবে। তবেই তাদের দ্বারা দেশ ও দশের সকলের জীবনের মান উন্নয়ন হবে”

১২.” একজন নেতা হিসেবে সবসময় আরাম না করে তার লোকেদের সাথে হাতে হাত মেরে রেখে কাজ করা উচিত… যাতে করে তাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়ে উন্নয়নে এগিয়ে আসতে পারে।”

১৩.” যে সত্যিকারের নেতা সে কখনো অন্যের আদর্শ ফলো করে না… সে নিজেই নিজের আদর্শ তৈরি করে।
আর সেই আদর্শ নেতাকে সবসময় ভোট দেওয়া উচিত।”

১৪.” সত্যিকারের নেতাদের কখনো ভোট চাইতে হয় না। মানুষ তাদেরকে ভালোবেসে এমনিই ভোট দিয়ে দেয়।”
১৫.” মানুষের নেতা সেই হতে পারে যে সাহসী হয়। সাহস করে মানুষের অধিকারের জন্য এগিয়ে আসো দেখবে
তুমিও মানুষের প্রিয় নেতা হতে পেরেছ।”

ভোট নিয়ে কবিতা

যদি তুমি তোমার কাজের মধ্যে দিয়ে মানুষকে,
শিখতে এবং বড় কিছু করতে উ‌ৎসাহিত করতে পারো….
তবে তুমি হতে পারবে একজন বিধ্বংসী নেতা…!

একজন নেতা সে নয় যে শুধু মানুষকে মিথ্যে কথা কয়….
যে কাজের মধ্যে দিয়ে বিপদে-আপদে মানুষের পাশে থাকে…
মানুষকে অনুপ্রাণিত করে সেই তো সত্যিকারের নেতা হয়…!

ভোটের বাণী

১৬.” একজন সত্যিকারের নেতা হবে ভদ্র অভিনীত। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে হবে সবচেয়ে বেশি ভয়ংকর।”

১৭.” যে মানুষ সে কথার মাধ্যমে ভুলিয়ে ফেলতে পারে পারে সেই নেতা নয়। করণ যে মানুষকে কাজের মাধ্যমে অনুপ্রাণিত করতে পারে ও সহযোগিতা করতে পারে সেই হচ্ছে আসল নেতা।”

১৮.” নির্বাচনে ভোট দেওয়া কোন সাধারণ কাজ নয়। কারণ এই ভোটের উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ।
তাই এক একটি ভোট অমূল্য সম্পদ। যা সবসময় উপযুক্ত ব্যক্তিকে দেয়া উচিত।”

১৯.” ভোট দেয়া হচ্ছে সকলেরই দেশ কর্তৃক দিয়ে একটি অধিকার। যা কেউ ছিন্ন করতে পারে না।
তাই সেই অধিকার আদায়ের জনগণকে হতে হবে সব সময় সোচ্চার।”

ভোট নিয়ে মজার স্ট্যাটাস

২০.” কারো কথার বসে ভর্তি হয়ে তাকে ভোট দেয়া নির্বাচন নয়। বরং সেটা মুখের কথায় চিড়ে ভেজানো হয়…
ভোট দাও তাকেই যার সকল কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে। যাকে তোমার যোগ্য বলে মনে হয়..”

২১.” কে শিক্ষিত বা কে অশিক্ষিত সেটা বড় কথা নয়। কার কিরকম চারিত্রিক বৈশিষ্ট্য সেটাই আসল কথা কয়…
যে মানুষের কাজে আসে… বিপদ-আপদে মানুষের পাশে রয়। সেই তো আমাদের সকলের কাছে সেরা নেতা হয়।”

২২.” কারো কথায় জোশ হারিয়ে পেয়ো না গো ভয়, ভোট দাও তাকে যে তোমার কাছে যোগ্য মনে হয়…!
তোমার একটি ভোটে উঠতে পারে যোগ্য ব্যক্তি…. হতে পারে অযোগ্য নেতার পরাজয়…”

আরও পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button