ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য তালিকা

বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এদেশে রয়েছে অনেক রেল সংযোগ। যার কারণে অনেকেই এমনি বাসে ভ্রমণের চেয়ে রেল ভ্রমণ করতে বেশি উৎসাহী হয়ে থাকেন। কেননা বাসে কোথাও যাওয়ার ক্ষেত্রে ভাড়াও বেশি পরে এমনকি সময় বেশি লাগে। যার ফলে সবাই ট্রেনে যেতে স্বাচ্ছন্দ বোধ করে। তাই আজকে আমরা আপনাদের জন্য ট্রেনের সময়সূচী ও টিকিট আলোচনা করতে এসেছি।
বাংলাদেশের রেল যোগাযোগের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তায় চলাচল করে থাকে। এজন্য ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তায় অনেকেই টিকিট মূল্য ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে চান। তাই এখন আমরা আপনাদের সামনে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও এর টিকেটের মূল্য তালিকা সম্পর্কে ধারণা দেবো।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তায় শুধু ওই দিকের মানুষই নয় সাথে অনেকে বেড়াতে যাওয়ার জন্যও চলাচল করে থাকে। তাই অনেকেই ঢাকা থেকে চট্টগ্রামের দিকে চলাচল করা ট্রেনের সম্পর্কে জানতে চান। এমনকি এর মূল্য তালিকা ও জানার জন্য চেষ্টা করেন। চলুন সেগুলো দেখে নেয়া যাক।
সাধারণত ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তায় দুই ধরনের ট্রেন চলাচল করে থাকে। একটি হচ্ছে আন্তঃনগর ট্রেন আর অন্যটি হচ্ছে মেইল এক্সপ্রেস ট্রেন। আন্তঃনগর ট্রেনগুলো সরাসরি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে চলে এগুলোতে রাস্তায় অন্য সকল রেলস্টেশনে খুব একটা থানা হয় না। আর মেইল এক্সপ্রেস রেলগুলো সাধারণত রাস্তায় স্টেশনে বিরতি দিয়ে থাকে।
ঢাকা টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তায় এখন পর্যন্ত পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। যেগুলো হল সুবর্ণা এক্সপ্রেস (৭০২), মহানগর প্রভাতী (৭০৪), মহানগর এক্সপ্রেস(৭২২), তূর্ণা এক্সপ্রেস(৭৪২) ও সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮)। নিচে এই ট্রেনগুলোর চলার সময়সূচী দেখানো হলো:
| ট্রেনের নাম | ঢাকা ছাড়ার সময় | চট্টগ্রাম পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটির দিন |
| সুবর্ণা এক্সপ্রেস (৭০২) | বিকেল ৪:৪৫ | রাত ৯:৫০ | সোমবার |
| মহানগর প্রভাতী (৭০৪), | সকাল ৭:৪৫ | দুপুর ২ঃ০০ | বন্ধ নেই |
| মহানগর এক্সপ্রেস(৭২২) | রাত ৯ঃ২০ | সকাল ৪:৫০ | রবিবার |
| তূর্ণা এক্সপ্রেস(৭৪২) | রাত ১১ঃ৩০ | সকাল ৬ঃ২০ | বন্ধ নেই |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) | সকাল ৭ঃ০০ | দুপুর ১২: ১৫ | বুধবার |
ঢাকা টু চট্টগ্রাম মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেন পথে সাধারণত তিনটি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে থাকে। সেগুলো হল চট্টগ্রাম মেইল (০২), কর্ণফুলী এক্সপ্রেস (৪), চট্টলা এক্সপ্রেস (৬৪)। নিচে এই ট্রেন গুলোর সময়সূচী দেওয়া হলো:
| ট্রেনের নাম | ঢাকা ছাড়ার সময় | চট্টগ্রাম পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটির দিন |
| চট্টগ্রাম মেইল (০২) | রাত ১০:৩০ | সকাল ৭:২৫ | বন্ধ নেই |
| কর্ণফুলী এক্সপ্রেস (৪)) | সকাল ৮ঃ৩০ | সন্ধ্যা ৬:০০ | বন্ধ নেই |
| চট্টলা এক্সপ্রেস (৬৪) | দুপুর ১টা | রাত ১০:৫০ | মঙ্গলবার |
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকেট মূল্য তালিকা
ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাধারণত সাত ধরনের আসন রয়েছে। আসলগুলো বেঁধে টিকিটের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিচে আসন হিসেবে সে টিকিটের মূল্য তালিকা দেখানো হলো:
| আসন বিভাগ | টিকিটের মূল্য |
| শোভন | ২৮৫ টাকা |
| শোভন চেয়ার | ৩৪৫ টাকা |
| প্রথম সিট | ৪৬০ টাকা |
| প্রথম বার্থ | ৬৮৫ টাকা |
| স্নিগ্ধা | ৬৫৬ টাকা |
| এস সিট | ৭৮৮ টাকা |
| এসি বার্থ | ১১ ৭৯ টাকা |
