Uncategorized

অনলাইন জিডি করার নিয়ম – কিভাবে অনলাইন জিডি করবেন?

বর্তমান সময় হচ্ছে আধুনিকতার সময়। এখন সকল কিছুই আমাদের মাঝে প্রযুক্তি অনেক সহজ তরো করে নিয়ে এসেছে। বিভিন্ন কাজ আমরা করার জন্য অনেক দূরে আগে যেতাম কিন্তু এখন তা ঘরে বসেই করা সম্ভব হয়ে গিয়েছে। তারই একটি নতুন উদাহরণ হলো অনলাইনে জিডি করা। এখন আপনারা সকলে চাইলে থানায় না গিয়েও অনলাইন এর মাধ্যমে জিডি করতে পারবেন। এখন আমরা সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো।

পূর্বে কোনো কারণে জিডি করার প্রয়োজন হলে থানায় যেতে হতো। কিন্তু এখন আমাদের বাংলাদেশ পুলিশ তা সহজ করেছে। সেই সহজ উপায়টি হলো অনলাইনের মাধ্যমে জিডি করা। তাই এখন কিভাবে অনলাইনের মাধ্যমে জিডি করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব।

অনলাইন জিডি কি?

প্রথমে আসা যাক এই অনলাইন জিডিটা আসলে কি? অনেকেই জানেন না জিডি মানে কি। জিডি হচ্ছে বিভিন্ন কারনে পুলিশের কাছে কোন অভিযোগ করা। একটি সময় ছিল যখন পুলিশের কাছে অভিযোগ করার জন্য নিকটতম থানায় যেতে হতো। সেই অভিযোগ করার পদ্ধতিটি অনলাইনে করার মাধ্যমে একে অনলাইন জিডি বলা হয়।

পুলিশের কাছে অভিযোগ করার জন্য থানায় না গিয়ে হাতের কাছে থাকে স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে অভিযোগ করার প্রক্রিয়াটি হচ্ছে অনলাইন জিডি। পূর্বে অনেকেই থানায় গিয়ে অনলাইন জিডি করতে অনেক ভোগান্তির সম্মুখীন হত। সেই ভোগান্তি দূর করার জন্যই অনলাইন এর মাধ্যমে জিডি করার পন্থা খুলে দেওয়া হয়েছে।

অনলাইন জিডি করতে কি কি লাগে?

এবার আসা যাক অনলাইনের মাধ্যমে জিডি করতে আসলে কি কি প্রয়োজন হয়। অনেকেই জানেন না আসলে এখানে কি কি দরকার হতে পারে। সেগুলোই আমরা আপনাদের সামনে এখন তুলে ধরছি। অনলাইনে জিডি করতে যা যা প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলো:

  • একটি ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন বা কম্পিউটার
  • একটি সচল মোবাইল নম্বর
  • অভিযোগকারীর NID কার্ড ও পাসপোর্ট সাইজের ছবি
  • অভিযোগ কারীর স্বাক্ষরের ছবি
  • অভিযোগ কারীর জন্ম তারিখ
  • যে বিষয়ে অভিজাগ করবে তার সম্পূর্ণ তথ্য
  • হারানো কোন কিছুর জিডি করলে সেটা সম্পর্কিত সকল তথ্য
  • মোবাইল ফোন হারানোর জিডি করলে তার IMEI নম্বর ও ফোনের সকল ডিটেলস তথ্য
  • অভিযোগ করা কারণের ঘটনাস্থল সম্পর্কে তথ্য

অনলাইন জিডি করবেন কিভাবে?

জিডি অনলাইন এর মাধ্যমে করার জন্য থানায় যেতে হয় না। বাড়িতে বসে ইন্টারনেট সংযুক্ত যে কোন স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে করতে হয়। অনলাইনে জিডি করার কয়েকটি ধাপ রয়েছে। সেই ধাপগুলো একে একে পূরণ করতে পারলে অনলাইনে ভিডিও হয়ে যাবে। সেই সকল ধাপগুলো নিচে বর্ণনা করা হলো:

অনলাইন জিডি করার নিয়ম

সাধারণত অনলাইনের মাধ্যমে জিডি করার জন্য অনেকগুলো ধাপ রয়েছে। সেই ধাপগুলো সম্পূর্ণ করতে পারলেই আপনার জিডি সাবমিট হবে। তাই জিডি অনলাইনের মাধ্যমে করার জন্য যে সকল ধাপগুলো আস্তে আস্তে পূরণ করতে হবে সেগুলো হচ্ছে:

কিভাবে অনলাইন জিডি করার একাউন্ট করতে হয়

  • প্রথমে ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোনে বা কম্পিউটারে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেই ব্রাউজার থেকে পুলিশ বাহিনীর নির্দিষ্ট ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। স্মার্ট ফোন দিয়ে করলে Online GD নামক অ্যাপটি ইন্সটল করে নিতে পারেন।
    জিডি করার ওয়েবসাইটের লিংক: http://gd.police.gov.bd/
  • ওয়েবসাইটটিতে অথবা অ্যাপটিতে প্রবেশ করার পর সেখানে NID কার্ড নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিতে হবে।
  • NID কার্ড নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দেয়ার পর তা ভেরিফাই হয়ে একাউন্ট ওপেন হবে।
  • একাউন্ট ওপেন হওয়ার পর সেখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে।

অনলাইনে জিডি করার ফরম পূরণ করুন

এবার একাউন্ট ওপেন করার পর কিভাবে জিডি আবেদন করতে হবে তা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সেই ধাপ গুলো হল:

  • নিজের জন্য নাকি অন্যের পক্ষে থেকে জিডি করছেন তা নির্বাচন করতে হবে।
  • জিডির ধরন, কোন কিছু হারিয়েছে বা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন।
  • যে থানায় জিডি করতে চান সেই থানা নির্বাচন করুন। এরপর ঘটনার স্থান ও সময় লিখে পরবর্তী ধাপাটনে ক্লিক করুন।

অনলাইনে জিডি করার অভিযোগের বিস্তারিত লিখুন

  • অভিযোগকারীর বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে বিস্তারিত লিখতে হবে।
  • জিডি করার বিষয়বস্তু সম্পর্কে কোন ডকুমেন্ট থাকলে তা সেখানে সংযুক্ত করুন। এরপর নিজের ইমেইল এড্রেসটি বসিয়ে দিন থাকলে। তারপর সাবমিট করুন।
  • এভাবেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনি চাইলে যে কোন সময় একাউন্টে লগইন করে আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

কি কি হারালে বা কি বিষয়ে অনলাইনের মাধ্যমে জিডি করা যায়

বর্তমানে আমাদের এই বাংলাদেশের আইন অনুযায়ী আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে থানায় জিডি করতে পারেন। কিন্তু জিডি করার জন্য কি কি বিষয়ক জিডি করা যায় তার সম্পর্কে জানা আপনার জরুরি। সেগুলো আমরা আপনার সামনে তুলে ধরলাম:

  • যে কোন প্রকার সার্টিফিকেট হারিয়ে গেলে
  • মোবাইল ফোন হারিয়ে গেলে এবং চুরি ছিনতাই হলে।
  • কোন গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে
  • কোন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে
  • কোন ব্যাংকের চেক বই হারিয়ে গেলে
  • পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে
  • আত্মীয়-স্বজনের মধ্যে কেউ হারিয়ে গেলে বা পালিয়ে গেলে। এমন কি কেউ নির্যাতিত হলে।
  • টাকা পয়সা বা স্বর্ণালংকার চুরি বা ছিনতাই হলে
  • কেউ মেরে ফেলার হুমকি দিলে।
  • কোন ব্যক্তির ভয়ে ঘরে থেকে বের হতে না পারলে তারা নামে জিডি করা যায়।

উপরিউক্ত বিষয়গুলো সম্পর্কে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে থানায় জিডি করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button