Status & Quotes

প্রপোজ করার ছন্দ – প্রপোজ করার রোমান্টিক মেসেজ

আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভাল আছেন। এই ভাল থাকার মাঝেই আরো একটি ভালো বিষয় সম্পর্কে আমরা আজকে লিখতে চলে এসেছি। উপরে টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আমরা কি সম্পর্কে আজকে লিখবো। হ্যাঁ আমরা আজকে প্রপোজ করার ছন্দ ও মেসেজ সম্পর্কে লিখতে চলেছি।

প্রথমে আসা যাক প্রপোজ সম্পর্কে। প্রপোজ করা কোন মুখের কথা নয় এর জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়ে থাকে এবং অনেক সাহস প্রয়োজন হয়। তো চলুন আজকে আমরা আপনাদের সেই মানসিক প্রস্তুতি গ্রহণ করতে সাহায্য করবো এবং প্রপোজ করার জন্য আপনাকে আমরা কিছু টিপস দেব।

প্রপোজ করার ছন্দ

প্রথমে আসা যাক প্রপোজ জিনিসটা কি? প্রপোজ হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে অন্যের মনকে ছোঁয়া যায়। যদি প্রপোজ এর মাধ্যমে অন্যের মন জয় করা যায় তবেই তো প্রপোজ সফল। নইলে প্রপোজ করার সফলতা নেই। তাই চলুন এবার কিছু প্রপোজ করার ছন্দ দেখে নেয়া যাক।

এই মনে এক গান লিখেছি,
আর তার মাঝে তোর নাম লিখেছি।
তোর কাছে ছুটে যেতে চাই এই মন….
I Love You!…

ফুলের নয় দেখতে তুমি, চাঁদ মাখা ওই হাসি….
সত্যি করে বলছি আমি, তোমায় ভালোবাসি….!

তুমি যেভাবেই থাকো না কেন,
আমার ভালো লাগে তোমার সাজ….
আমি তোমায় ভালোবাসি…….!
মনের কথাটা বলে দিলাম আজ..!

কত সাগর নদী পাড়ি দিলাম,
তোমায় দেখলাম প্রথম আজ…!
তোমায় দেখে আজকে আমি,..
ভুলে গেছি সকল কাজ!…

প্রপোজ করার ছন্দ বাংলা

প্রিয় ব্যক্তি কে প্রপোজ করার ছন্দ বাংলা ভাষায় কয়েকটি উপায়ে করা যায়। কিন্তু সাধারণত এটি হার্ট টু হার্ট কথাগুলি ব্যবহার করে এবং স্বভাবতই রোমান্টিক হওয়া উচিত। কিছু সাধারণ উদাহরণ হলঃ

  1. “আমি তোমার পাশে থাকতে চাই। আমি তোমাকে আমার জীবনের সমস্ত দিন সাথে কাটাতে চাই। তুমি আমার প্রিয় ব্যক্তি এবং আমি তোমাকে প্রপোজ করছি।”
  2. “তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যক্তি। আমি তোমার সাথে আমার জীবনের বাকি দিনগুলি কাটাতে চাই। কি তুমি আমার সঙ্গে আমার সম্মানিত জীবনসাথী হবে?”
  3. “আমার জীবনে তুমি অনেক বিশেষ অর্থ রাখো। আমি চাই তুমি আমার প্রিয় ব্যক্তি হয়ে উঠো এবং আমার সঙ্গে জীবনসঙ্গী হয়ে উঠো। তুমি আমার জন্য কি প্রত্যেকটি স্বপ্ন সত্য করতে পারবে?”

প্রপোজ করার রোমান্টিক ছন্দ বাংলা

কখনো কাউকে প্রপোজ করতে শুধু যে আমাদের এখান থেকে পড়ে গিয়েই বলে দিবেন তা নয়। আপনি চাইলে আপনার নিজের মনের মত করে সুন্দর করে সাজিয়েও প্রপোজ করতে পারেন। আমাদের এখান থেকে দেখে নিজের মত করে আইডিয়া নিয়ে আপনি নিজেও ছন্দ তৈরি করতে পারেন। এবার আমরা কিছু আরো রোমান্টিক ছন্দ তুলে ধরব। চাইলে আপনি এগুলোও শেয়ার করতে পারেন।

এই হৃদয়ের কলম দিয়ে লিখেছি এক চিঠি,…
সেই চিঠিটি বলছে আজ,…আমি তোমায় ভালোবাসি!…

যদি আমি পাখি হতাম, উড়ে যেতাম তোমার বাড়িতে….
শাড়ি পরা তোমায় দেখে, বলতাম সুন্দর লাগে তোমায় শাড়িতে।
তোমার পাশের গাছের ডালে বসে বলতাম,…
আমি ভালোবাসি তোমাকে….

হৃদয় থেকে এক টুকরো কথা বললাম তোমাকে,
ইচ্ছে হলে আগলে রেখো তোমার হৃদয়ের গহীনে…!

প্রপোজ করার নিয়ম

কাউকে প্রপোজ করার নিয়ম নিম্নলিখিত হতে পারে:

  1. সময় নির্বাচন করুন: যদি আপনি প্রপোজ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে সঠিক সময় নির্বাচন করা গুরুত্বপূর্ণ। প্রপোজ করার জন্য সময় নির্বাচন করার জন্য যেকোন বিশেষ দিন অথবা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ভাল হতে পারে।
  2. মনের স্থিতি নির্ধারণ করুন: আপনার প্রপোজ করার পূর্বে নিশ্চিত হন যে আপনি তার জন্য প্রস্তুত আছেন কিনা। আপনার মনে থাকা নিশ্চিত হলে প্রপোজ করার জন্য প্রস্তুত হয়ে থাকুন।
  3. প্রপোজ একটি নিশ্চিত জায়গা নির্বাচন করুন: প্রপোজ একটি ব্যক্তিগত মুহূর্ত, তাই নিশ্চিত হওয়া উচিত যে আপনি প্রপোজ করার জন্য একটি নিশ্চিত জায়গা নির্বাচন করেছেন।
  4. হার্ট টু হার্ট কথাগুলি ব্যবহার করুন: প্রপোজ করার সময় এটি সাধারণত তাকে বড় করে দেখুন এবং প্রশংসা করুন এবং মনের কথা তাকে সুন্দর করে গুছিয়ে বলুন।

প্রপোজ করার রোমান্টিক মেসেজ

এবার আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কিছু প্রপোজ করার মেসেজ। প্রপোজ হচ্ছে একটি রোমান্টিক বিষয়। সেই রোমান্টিক বিষয়কে যে যত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবে সে ততই প্রপোজে সফল হবে। তাই প্রপোজ করার জন্য মেসেজটিকে সুন্দর রোমান্টিক ভাবে উপস্থাপন করতে হবে। সেই রোমান্টিক মেসেজগুলো হল:

আমার কথা ভেবে, রাত পুরো কেটে যাবে…
চোখ বুজে থেকো, স্বপ্নে আমায় দেখতে পাবে…!
মন উজাড় করে রেখো, সুখ চলে আসবে…
মনের গহীন থেকে ডেকো, আমাকে তুমি পাবে…!
>>+ I Love You +<<

হে চাঁদ, আমি জানি তুমি রাতকে ভালোবাসো…
ঠিক এমনই আমিও একজনকে ভালোবাসি…!

তোমার ভালোবাসার ও যেমন কেউ মর্ম দিলো না…
তেমনি আমারও ভালোবাসাকে কেউ বুঝলো না…!

ভালোবাসার টানে আজ,…চলছে আমার এই নিঃশ্বাস…
তোমার জন্যই বেঁচে আছি এই আমার প্রেমের বিশ্বাস…!
>> I Love You My Dear <<

কত যে ভালবাসি তোমায় বোঝাবো কি করে,..
তোমায় না পেলে জীবনে যাব আমি মরে….!
>> I Love You <<

এই মেঘ মাথাময় মেঘলা দিনে,
আমার এই একলা মেঘলা মন…
খোঁজে যে তোমায় সারাক্ষণ….!
>> Dear I Love You <<

প্রপোজ করার উক্তি

প্রপোজ করার বিষয়ে অনেকের অনেক ধরনের উক্তি রয়েছে। তবে আমরা আপনাদের জন্য যে সকল উক্তিকে ভালো বলে মনে করি সেগুলোই আমরা এখানে উপস্থাপন করতে চলেছি। সেগুলো দেখতে হলে নিচের লেখাগুলো মন দিয়ে পড়ুন।

1.চোখ ফেরাতে পারিনা তোমার দিকে তাকালে,.. অতি যত্নে পোষা মন পাখিটা সারাক্ষণ খুঁজে তোমাকে….! _ সংগৃহীত

2. ভালোবাসার জন্য দুটি পবিত্র মন লাগে। আর সেই ভালোবাসাকে টিকিয়ে রাখতে লাগে দুটি মনের অশেষ জোর…! _ সংগৃহীত

3. একবার যদি বল আমায়, তোমায় ভালোবাসি…! দেখবে হাজার বিপদের মাঝেও আমি তোমার পাশেই আছি…! _ সংগৃহীত

প্রপোজ করার কবিতা

প্রপোজ করার কবিতা নিম্নলিখিত হতে পারে:

ওগো তুমি আমার জীবনের সবকিছু,
তুমি আমার সব স্বপ্ন আর আশা।
তুমি সেই প্রেম যে আমার মতো,
যেটি আমি চাই সবসময় পাই।

তুমি আমার সমস্ত আনন্দ,
আমার সমস্ত দুঃখের সাথে কাঁদে।
তুমি আমার সমস্ত উজ্জ্বল আলো,
আমার সমস্ত অন্ধকার দুর করে।

আমি আজ প্রপোজ করছি তোমাকে,
তুমি আমার সঙ্গে থাকবে সদা।
আমি চাই সেই প্রেমে পোড়ালে,
তুমি সেই প্রেম নিয়ে আসবে আমার সাথে।

তুমি আমার পাশে থাকবে সব সময়,
একটি জীবন প্রতিজ্ঞা করে বলো।
তুমি আমার সব হাসি আর চোখের জল,
আমার সমস্ত কথা আর ভাষা।

এই জীবনের সকল কিছুই যে তুমি,
আমার সব স্বপ্ন আর আশাই যে তুমি।
আমি জানি তুমি সেই লাল ফুল,
যেটি আমার সবসময় উদ্বেগ দেয়।
তাই আর সেই লাল গোলাপ ফুলটিকে বলছি,
আমি তোমায় অনেক অনেক ভালোবেসে ফেলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button